সারাদেশ

পীরগঞ্জ বাশিস নির্বাচনে আবারো সভাপতি মান্নু, সম্পাদক বাবলু

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি (বাশিস) ত্রি- বার্ষিক নির্বাচন ৩ ডিসেম্বর শনিবার কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
গোপন ব্যালোটের মাধ্যমে কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম মান্নু ৬৯৫ ভোট পেয়ে সভাপতি ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আজাদ বাবলু সর্বোচ্চ ৮৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাঞ্চন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান রাজু পেয়েছেন ৩৮৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারি শিক্ষক মুরালী চন্দ্র বর্মন পেয়েছেন ১৭৫ ভোট।
শ‌নিবার সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হ‌য়ে বিরতিহীন ভা‌বে তা বি‌কেল ৪‌ টায় শেষ হয়। ১হাজার ১'শ ৩৬ জন ভোটা‌রের ম‌ধ্যে ১ হাজার ৮৭ জন ভোটার তা‌দের ভোটাধিকার প্রয়োগ ক‌রেন। উক্ত নির্বাচ‌নে বি‌ভিন্ন প‌দে ৩১ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দিতা ক‌রেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা ত্রি-বার্ষিক নির্বাচনে চাঁন্দের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মিনু মন্ডল ৭১৪ ভোট, বালুয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম ৬৩৭ ভোট এবং হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুর রহমান ৫২২ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন। সহ সাধারন সম্পাদক পদে সৈয়দ আজমল হুদা মিঠু ৬৪৮ ভোট এবং মাহমুদুন্নবী রাজু ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগাঠনিক সম্পাদক পদে খালাশপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম ৭৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও সমাজ কল্যান সম্পাদক পদে টুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে হরিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোশরেফুল আলম মন্টি নির্বাচিত হন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments