September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জে আগুনে পুড়লো চার ঘর!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে রহস্যের আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। গত শনিবার মধ্য রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রফিকুল ইসলাম তার স্ত্রী লাকি বেগমকে নিয়ে কুষ্টিয়ায় ওষুধ কোম্পানির চাকরীর বসবাস করছেন। তার বাড়ীতে চারটি ঘর রয়েছে। ওই ঘরে তার ছোট ভাই রবিউল ইসলাম বসবাস করেন। গত শনিবার রাত ১ টার দিকে রবিউল ইসলাম এবং তার স্ত্রী রত্না বেগম বাড়ীতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুম আসেন। এরপরই ঘরে আগুন লেগে চারটি ঘরের টীন, আসবাবপত্র, দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। রবিউলের স্ত্রী রত্না বেগম বলেন, আমরা ফুটবল খেলা দেখে ঘুমানোর পরে বৃষ্টির মতে শব্দ শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি টীনের চালে আগুন লেগে টীনগুলো ফুটে ফুটে যাচ্ছিলো। ঘরগুলো পুড়ে যাওয়ার পর পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসে। বাড়ীর মালিক রফিকুলের স্ত্রী লাকি বেগম গতকাল রোববার কুষ্টিয়া থেকে বাড়ীতে এসে হাউমাউ করে কাঁদেন। এ সময় তিনি বলেন, আমাদের গ্রামের কলা ব্যবসায়ী এরশাদ মিয়ার সাথে জমিজমা নিয়ে শত্রুতা রয়েছে। এছারা আমাদের আর কোন শত্রু নেই। তিনি আরও বলেন, আমাদের বাড়ীতে বিদ্যুৎতের সংযোগও নেই। রান্না ঘরও নেই। অথচ একটি ঘরে রাখা গাছের শুকনো পাতা থেকে আগুনের সুত্রপাত হয়ে আমাদের চারটি খাট, চারটি চেয়ার, চারটি টেবিলসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, আমি রংপুরে ডিসি অফিসে আছি। আগামীকাল (আজ সোমবার) ঘটনাস্থলে যাবো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments