September 20, 2024
খেলা

প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে ব্রাজিল

হেক্সা জয়ের লক্ষ্যে কাতার বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেখানে আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে চার গোল করেছে সেলেসাওরা।একক আধিপত্যের ম্যাচে প্রথমার্ধের ৪৭ শতাংশ সময় বল দখলে রাখে ব্রাজিল। এ সময় গোলের জন্য ১০টি শট নেন নেইমার-রিচার্লিসনরা, যার মাঝে ছয়টি ছিল অন টার্গেট।

দক্ষিণ কোরিয়া অবশ্য একবারে ছেড়ে কথা বলেনি। ৩৯ শতাংশ সময় বলের দখল রেখে ব্রাজিলের গোলমুখে চারবার শট নেয় তারা, যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে।

ম্যাচের একদম শুরুতেই গোলের দেখা পায় ব্রাজিল। সপ্তম মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। যার মাধ্যমে শুরু হয় ব্রাজিলের গোল উৎসবের।

এরপর ম্যাচের ১১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে সহজেই বল জালে জড়ান তিনি।

দুই গোল দিয়েও থামেনি ব্রাজিলের গোলক্ষুধা। দক্ষিণ কোরিয়ার রক্ষণে একেরপর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল মেলে ২৯ মিনিটে। এবার দলীয় নৈপুণ্যে স্কোর করেন রিচার্লিসন।

দক্ষিণ কোরিয়া যেন ব্রাজিলের টানা আক্রমণে যেন হতবিহ্বল হয়ে পড়ে। সেই সুযোগে ম্যাচের চতুর্থ গোল করে সেলেসাওরা। এবার স্কোরশিটে নাম তোলেন লুকাস পাকুয়েতা। ৩৬ মিনিটে ডি বক্সে বেশ দূর থেকে এক শটে গোল করেন তিনি।

ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments