সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ভূমিহীন দুই পরিবারকে পুনর্বাসনের সুযোগবঞ্চিত করার প্রতিবাদ

৭ ডিসেম্বর ২০২২ ভূমিহীন ও গৃহহীন সংগঠন,রংপুর এর প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু এবং সংগঠক আহসানুল আরেফিন তিতু এক যৌথ বিবৃতিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ জরিপ আলী ও মোঃ লালুকে তাদের নামে বরাদ্দকৃত ঘর রেজিষ্ট্রি করে না দিয়ে হয়রানি করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত ভূমিহীনের নামে বরাদ্দকৃত যথাক্রমে ৭৮ নং এবং ৮১ নম্বর ঘর রেজিষ্ট্রি করে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।উল্লেখ্য গতকাল সকাল ১০ টায় ঘর রেজিষ্ট্রি করে দেয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন করার প্রস্তুতি নিলে জেলা প্রশাসক প্রথমে উক্ত ভূমিহীন ও তাদের সাথে থাকা লোকদেরকে গ্রেপ্তার করানোর হুমকি দেয়।পরে বিষয়টি সমাধানের জন্য ইউএনও কে দায়িত্ব দেন।কিন্তু ইউএনওসহ এলাকায় গেলে স্থানীয় মেম্বার সালমা উক্ত ভূমিহীনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়।প্রশাসনের সামনে দুর্বলের প্রতি এমন অন্যায় আচরণ প্রশাসনের দূর্বলতা ও অবহেলাই প্রমাণ করে।নেতৃবৃন্দ বিষয়টি দ্রুত সমাধানের জন্য উচ্চতর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments