সারাদেশ
বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক প্রয়াত জয়নাল আবেদীনের স্বরণে স্বরণসভা
খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বৃৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. মাসুদুল হকের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে বীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রয়াত প্রভাষক জয়নাল আবেদীনের স্বরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত প্রভাষক জয়নাল আবেদীনের স্বরণে স্বরণসভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা মোঃ আমিনুল ইসলাম মিন্টু,প্রভাষক মোঃ রোকনুজ্জামান, খাজা রাহেলা আক্তার, মোঃ নজরুল ইসলাম খান, মনোয়ার আহম্মেদ সিদ্দীকী , আল- মামুন প্রমুখ। এসময় অত্র কলেজের সকল বিভাগের সম্মনিত শিক্ষক/শিক্ষিকা,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন । প্রয়াত জয়নাল আবেদীনের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেণ গনিত বিভাগের প্রভাষক মোঃ কামরুজ্জামান । উল্লেখ্য গত ৩০ শে অক্টোবর প্রভাষক জয়নাল আবেদীন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।
Comments