September 08, 2024
সারাদেশ

বেগম রোকেয়া দিবসে বীরগঞ্জে ৫ জয়িতা নারীদের সংবর্ধনা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন সহ ৫ জয়িতা নারীকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্য আজ মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনার কারনেই নারীরা বিভিন্ন স্থানে মূল্যায়ন পাচ্ছে। নারীরা সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন। আবারও বাংলাদেশের উন্নয়নের জন্য আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু। আলোচনা শেষে সফল জননী নুরনেহার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহিনা আক্তার, অর্থনৈতিক ভাবে সফল নারী আরতী রানী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নাজমুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিপলা কর্মকারকে সনদ ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিদ্দিক হোসেন ও তোফাজ্জল হোসেন এর আগে ইএসডিও এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ব্যানারে মানববন্ধন অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় প্রিন্ট মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments