সারাদেশ

গাবতলী ফ্রেন্ডস সার্কেল এর উদ্যোগে নৌকা ভ্রমন ও মিলন মেলা

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যেদিয়ে শুক্রবার বগুড়ার গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। যমুনা নদীর চরে নৌকা ভ্রমণ, আলোচনা সভা, কেক কর্তন, ক্রীড়া-সাংস্কৃতিক, র‌্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়। সকালে গাবতলীতে বর্নাঢ্য র‌্যালী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান। সংগঠনের সভাপতি রেজাউল করিম মহব্বত এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি, সহযোগী অধ্যাপক ফজলে বারী রতন, সহকারী অধ্যাপক মোর্শেদ সরোয়ার নয়ন, অধ্যাপক প্রকৌশলী ড. মোস্তাকুর রহমান সুমন, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোস্তফা আবু হেনা কামাল, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ডাঃ শামীম হোসেন, সংগঠনের শাহাদাৎ হোসেন, মোস্তাফিজার রহমান মজনু, রেজাউল করিম, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম বুলবুল, আব্দুল করিম আকন্দ, মাসুম মিয়া, সুশান্ত কুমার ঘোষ, আল আমিন মন্ডল, সৌরভ হোসেন সাব্বির প্রমূখ। সভার শেষে জিএফসি সংগঠনের উপদেষ্ঠা কমিটিতে সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সনি কে প্রধান উপদেষ্টা এবং রেজাউল করিম মহব্বত পুনরায় সভাপতি, প্রকৌশলী হুমায়ুন কবির পুনরায় সাধারন সম্পাদক এবং রেজাউল করিম কে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ২বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments