September 16, 2024
সারাদেশ

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এর সহযোগিতায় সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা । ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বীরগঞ্জ উপজেলা অফিসার মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল,অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা.অনিন্দ্য রতন অধিকারী, সমাজ সেবা অফিসার আবু তাহের সহকারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, সুজালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস,ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মানুয়েল হাসদা বীরগঞ্জ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা খাতুন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য মোঃ মনোয়ার ইসলাম, পল্লীশ্রী প্রতিনিধি শাহীন আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও কর্মকর্তারা। উক্ত সেলপ ব্র্যাক শাখা অফিসার বোচাগঞ্জ মোঃ নাসিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments