December 03, 2023
সারাদেশ

বীরগঞ্জে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এক কোটি নিম্নআয়ের পরিবারকে ভর্তুকী মূল্যে টিসিবি কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউপি সচিব ইয়াকুব আলী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৈবুর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মেহেদী হাসান সুজন প্রমুখ। উল্লেখ যে, বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের ৩৮ হাজার ৩১ পরিবার টিসিবির পণ্য পাবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মশুর ডাল ও ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments