আইন-আদালত

পীরগঞ্জে রাউতপাড়া সরকারি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আহত দুই গ্রেফতার এক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাতিকা চৌধুরী (৩৫) নামের এক গৃহবধূর মাথা ফাঁটিয়ে দিয়েছে রায়হানুর রহমান ওরফে জজ (২৮)। গত মঙ্গলবার রাতে থানায় মামলার পর জজকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। উপজেলার রাউত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের রাউতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়টির ব্যাপারে তদন্ত চলছিল। গ্রামবাসী ওই তদন্ত কার্যক্রম দেখার সময় রায়হানুর রহমান জজ অতর্কিতভাবে রাতিকা চৌধুরীর উপর হামলা করে কাঠ দিয়ে মাথা ফাটিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। রাতে আহত গৃহবধূ মামলা করলে পুলিশ জজকে গ্রেফতার করে। গৃহবধূ রাতিকা বলেন, আমাদের প্রতিবেশী প্রভাবশালী হায়বাতুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে হায়বাতুরের ছেলে জজ আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা ফাটিয়ে দিয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র বলেন, মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments