September 19, 2024
সারাদেশ

যবিপ্রবি'র শিক্ষার্থীরা খালাশপীর কয়লা খনি পরিদর্শন করলো

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের ছাত্র-ছাত্রীরা খালাশপীর কয়লাখনির মাঠ, কোর হাউজ ও ডিসপ্লে রুম পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের নছিমনপুরে কয়লা খনির সাইট অফিসে যবিপ্রবি'র শিক্ষার্থীরা পরিদর্শনে আসেন।
যবিপ্রবি'র ওই বিভাগের দ্বিতীয় বর্ষ ২য় সেমিস্টারের ২৫ জন শিক্ষার্থী তাদের ফিল্ড ওয়ার্ক কোর্সের অংশ হিসেবে কয়লাখনির ফিজিবিলিটি স্ট্যাডি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এ সময় ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোখলেচুর রহমান ও ড. মোহাম্মদ ফররুখ হোসেন খান শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন। সেইসাথে হোসাফ গ্রুপের জি.এম. (প্রশাসন) নাজমুর রহমান এবং খালাশপীর কয়লাখনি প্রকল্পের ডি.জি.এম. (ভূ-তত্ববিদ) অনুপ কুমার রায় ও ম্যানেজার (ভূ-তত্ববিদ) গোলজার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। কয়লা খনিটি হোসাফ ইন্টারন্যাশনাল লিমিটেড অঙ্গ প্রতিষ্ঠান হোসাফ গ্রুপ খনি এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।
ভূ-তত্ববিদ অনুপ কুমার রায় বলেন, যবিপ্রবি'র শিক্ষার্থীরা খনি এলাকায় এসে ভূতাত্বিক বিষয়সমূহ সম্পর্কে হাতেকলমে শিক্ষা গ্রহন করেছে। এ শিক্ষা তাদের কর্মময় জীবনে অভিজ্ঞতা হিসেবে কাজে আসবে। যবিপ্রবি'র সহযোগী অধ্যাপক ড. মোঃ মোখলেচুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উন্নয়নে আমরা কয়েক শত কিলোমিটার দুরে খালাশপীর কয়লা খনি পরিদর্শনে এসেছি। শিক্ষার্থীরা তাদের অর্জিত এ জ্ঞান আগামীতে কাজে আসবে বলে বিশ্বাস করি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments