September 20, 2024
সারাদেশ

তুরাগ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  ডি এম পির তুরাগ থানার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ ও জনসাধারণের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ১৭ই ডিসেম্বর ) সকাল ১১টায় তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদারের সভাপতিত্বে ও ইন্সপেক্টর ( অপারেশন ) শেখ মফিজুল ইসলামের পরিচালনায় থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । উক্ত হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার ( এ সি ) আশিকুর রহমান, তুরাগ থানা বিট পুলিশিং এর সভাপতি বীর- মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল বারিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, মোঃ দেলোয়ার হোসেন, আবুল হোসেন ( সাবেক মেম্বর ), শিব চরন বিশ্বাস শিবু প্রমুখ । ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, জন সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয় । সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয় । এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত পোষণ করা হয় । এসময় উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এ সি) আশিকুর রহমান বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন কোন অলিক কল্পনা নয়, আমরা যদি সোনার মানুষে পরিণত হতে পারি, সোনার বাংলা বেশি দূরে নয়। আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে, দুর্নীতিমুক্ত দৃষ্টিতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে রুপান্তর হবে । তিনি আরও বলেন, ‘আধুনিক ও গ্রহণযোগ্য পুলিশিং মানেই প্রোএক্টিভ পুলিশিং, যা জনগণ ও পুলিশের মধ্যে এক প্রকার অংশীদারত্বের ভিত্তিতে পুলিশিং । মাটি মানুষের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও নির্দেশনায় সেই পুলিশিং বাস্তবায়নে আজ আমরা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিটিং থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি । উক্ত অনুষ্ঠানে তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার তার বক্তৃতায় বলেন, ‘যোগ্যতা থাকলেই সবকিছু অর্জন সম্ভব হয় না । জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া প্রয়োজন । তাই এই অর্জনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । জনমুখী পুলিশিং চরিত্রে ফিরে আসতে যতখানি নির্ভেজাল দুর্নীতিমুক্ত সেবা দিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা প্রয়োজন ততটুকু অর্জন করার জন্য এই জনপদের সাধারণ মানুষের ভূমিকা ও সম্পৃক্ততা অপরিসীম । পুলিশ জনগণের সেবায় দিনের ২৪ ঘণ্টাই নিয়জিত মন্তব্য করে তিনি আরও বলেন, ভুক্তভোগী, দর্শনার্থী, সেবাপ্রার্থী সকলের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা উন্মুক্ত । টাউট, দালাল, বাটপার শ্রেণীর লোক থানায় স্থান পাবে না । সেবা বঞ্চিত হয়ে থানা থেকে কোন ব্যক্তি যাতে ফেরত না যায় সে জন্য তিনি থানার প্রত্যেক অফিসারকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments