জাতীয়

বিচারকরাও গ্রেনেড হামলা থেকে রক্ষা পাননি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমিই শুধু গ্রেনেড হামলার শিকার হয়েছি তা নয়, বিচারকরাও এ থেকে রক্ষা পাননি।রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জামায়াত-বিএনপি বিরোধী দলে থাকার সময় ঝালকাঠি ও গাজীপুরে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা হয়েছে, আইনজীবীকেও হত্যা করা হয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস ও বোমাবাজি সম্পর্কে সবাই জানে। আমরা সেই ঘটনার পর বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালত স্বাধীনভাবে চলবে। এর জন্য আর্থিক ব্যবস্থাপনা সরকারপ্রধানের হাত থেকে সম্পূর্ণভাবে সুপ্রিমকোর্টের হাতে হস্তান্তর করেছি। আমরা আদালতের জন্য আলাদা বাজেট বরাদ্দ দেই। বিধিমালা প্রণয়ন করি। স্থায়ী আইন কমিশনও গঠন করেছি।
তিনি বলেন, আমরা ড্রাফট উইং তৈরি করেছি। ১৯৯৬ সালে কেউ কম্পিউটার ব্যবহার করত না। আমিই প্রধানমন্ত্রীর ফান্ড থেকে কম্পিউটার দিয়ে প্রথম ড্রাফট উইং তৈরি করেছিলাম।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আরও বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments