জাতীয়

ঋণের কিস্তি পরিশোধে আবারো বড় ছাড় বাংলাদেশ ব্যাংকের

ঋণের কিস্তি পরিশোধ আবারো বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত ঋণের একটা অংশ জমা দিয়েই নিয়মিত গ্রাহক থাকা যাবে।রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।সার্কুলারে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল রাখা ও ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে এই নির্দেশন দেওয়া হয়েছে। অক্টোবর ও ডিসেম্বর প্রান্তিকে বড় ঋণের ক্ষেত্রে ন্যূনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ কিস্তি পরিশোধ করা হলে নিয়মিত গ্রাহক থাকা যাবে। তবে এসব কিস্তি ডিসেম্বরের শেষ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

আরো বলা হয়, নির্দেশনা মোতাবেক চলতি ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তিগুলোর অবশিষ্টাংশ বিদ্যমান ঋণের পূর্ব নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১ বছরের মধ্যে সমকিস্তিতে (মাসিক/ত্রৈমাসিক) প্রদেয় হবে। তবে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সঙ্গে বর্ধিত ১ বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি পুনঃনির্ধারণপূর্বক নতুন সূচি অনুযায়ী ঋণের কিস্তি আদায় করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments