খেলা

গোল্ডেন গ্লাভস জিতলেন জয়ের নায়ক মার্টিনেজ

অবশেষ দিনটা আসলো। মেসির শেষ সময়ে এসে অধরা বিশ্বকাপ ধরা দিলো তার হাতে। তাদের ৩৬ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা। সুখের হাসি হাসলেন মেসি। এমন দিনে গোল্ডেন গ্লাভসও জিতলেন মার্টিনেজ।
রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ ফাইনাল। পুরো ম্যাচে একবার আর্জেন্টিনা গোল করে তো আরেকেবার শোধ করে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ফাইনালের ট্র্যাজিক হিরো। হ্যাটট্রিক করেও হারলেন।
দিনশেষে আজকের এই জমজমাট ম্যাচটা উত্তেজনা ছড়িয়ে গড়ালো টাইব্রেকারে। সেখানেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর তার স্বীকৃতিও পেলেন তিনি। জয়ের নায়ক হয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন মার্টিনেজ।
কিংসলে কোম্যানের পেনাল্টিটি ঠেকিয়েই তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন।এরপর অরিলিয়েন চুয়ামেনি যে শটটি নিয়েছিলেন মার্টিনেজকে ঠেকানোর জন্য সেটি হয়ে গেলো মিস।নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মত ফাইনালেও আর্জেন্টিনার জয়ের শেষ মুহূর্তের নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments