September 19, 2024
সারাদেশ

কাহারোলে আড়াই কোটি টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমী ভবনের উদ্বোধন

কাহারোল, দিনাজপুর প্রতিনিধিঃ
 দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমান বিশে^ তাল মিলিয়ে চলতে হলে যুযোগযুগি শিক্ষা গ্রহন করতে হবে। মেধার বেশি বেশি চর্চা করতে হবে। মুল কথা হলো, প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখে আগামীর দিন শুরু করতে হবে।
রোববার রাত্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি গোপাল বলেন, পাশাপাশি শুধু লেখাপড়া করে ফলাফল ভাল করলেই চলবে না, বরং ভাল চরিত্রের ও ভাল মনোর মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বর্তমানে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না বাংলাদেশে এমন পরিস্থিত আর নাই। দরিদ্র কিন্তু মেধাবী, প্রয়োজনে এসব শিক্ষার্থীর লেখা পড়ার খরচ সরকার বহন করবে। কোন প্রতিভা চাপিয়ে রাখা যায় না। মেধা থাকলে তা বিকশিত হবেই। আজকে সেই লক্ষ্যকে সামনে রেখেই শেখ হাসিনা সরকার মানুষরে মৌলিক চাহিদা নিবারণ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা যেন কোনভাবে বাধাগ্রস্ত না হয় যার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে চার তলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সহধর্মিনী গীতা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশর কুমার দেব নাথ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments