September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে এক রিক্সা চালককের বাড়ী নির্মাণ কাজে বাধা প্রতিপক্ষগণের

পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে শহিদুল ইসলাম নামের এক রিক্সাচালক ক্রয়কৃত জমিতে বসতবাড়ী নির্মাণ করতে চাইলে প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবী করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের জোত দিলাল গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র শহিদুল ইসলাম তার দাদা আব্দুল হামিদ প্রধান মৃত্যু বরণ করলে তার চাচা গংদের নিকট থেকে বাড়ী নির্মাণ করবেন মর্মে ১০ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত বর্ণিত জমিতে বসত বাড়ী নির্মাণ করতে গেলে একই গ্রামের মৃতঃ আঃ হকের পুত্র আব্দুল ওয়াকিল, আব্দুল মান্নান ওরফে মোন্নাফ ও মোজাহিদুল ইসলাম বাধা প্রদানসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছেন। ভুক্তিভোগী শহিদুল ইসলাম জানান তফশীল বর্ণিত জেলা-রংপুর, থানা-পীরগঞ্জ, মৌজা-জোতদিলাল, জেএল নং-১১৮, খতিয়ান নং- ১১৯, দাগ নং- ৪৬২,জমির পরিমান ১০শতক। দীর্ঘ দিন যাবৎ শান্তিপূর্ণভাবে জমি ভোগ দখল করে আসছেন তিনি। বসতবাড়ী নির্মাণ করার জায়গা না থাকায় বর্ণিত জায়গায় ঘর নির্মাণ করার সময় প্রতিপক্ষ আব্দুল মান্নান গংরা বাধা প্রদান করেন। এ দিকে সু-কৌশলে আব্দুল মান্নান গ্রুপ শহিদুলের আপন চাচা দেলশাদকে ম্যানেজ করে ২ শতক জমি ক্রয় করেন। ২ শতক জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করার পায়তারা করে আসছেন মান্নানরা। এতে শহিদুল ইসলামের বাড়ী নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অপরদিকে শহিদুল ইসলামকে ফাঁসাতে রংপুর বিজ্ঞ আদালতে ১৩৩ ধারা মামলা দায়ের করেন আব্দুল ওয়াকিল। যার মিস পিটিশন ৯৪/২২, বিজ্ঞ আদালত গত ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ী নির্মাণ কাজ বন্ধ করে দেন। উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে আব্দুল ওয়াকিল ও মান্নান গংরা বাদী হয়ে প্রতিপক্ষকে হয়রানী, মিথ্যা মামলা দিয়ে ১৩ জনকে আসামী করে রংপুর কোর্টে মামলা করেন। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আকতারুজ্জামান জানান, কোর্ট থেকে আদেশ এসেছে বর্ণিত জমি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত রিপোর্ট দিবো। এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে যাতে কোন প্রকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments