September 19, 2024
সারাদেশ

পার্বতীপুর থানায় অপহরণের মামলা করলেও আসামী গ্রেফতার করছেনা আইন প্রয়োগকারী সংস্থা॥

পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ
পার্বতীপুর থানায় দুলাল মিয়া মেয়ে মোছাঃ মরিয়ম বানু (১৫) অপহরনের মামলা করলেও পার্বতীপুর থানার আইন প্রয়োগকারী সংস্থা আসামী দেরকে রহস্যজন কারনে গ্রেফতার করছেন না। পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউপির বেলঘাট সুলতানপুর গ্রামে মোঃ মজিবর রহমান এর পুত্র মোঃ দুলাল মিয়ার গত ১৫/১১/২০২২ ইং তারিখে পার্বতীপুর মডেল থানায় দায়েরকৃত ইজাহার সূত্রে জানা যায়, তার মেয়ে মোছাঃ মরিয়ম বানু (১৫) ১০ নং হরিরামপুর ইউনিয়নে উত্তরা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির একজন শিক্ষার্থী। গত ২৭/১০/২০২২ ইং তারিখে রাত্রী ৮ ঘটিকার সময় তার মেয়ে পার্শ্ববর্তী গ্রামের প্রতিবেশী মোঃ ফরহাদ আলীর বাড়ীর উদ্দেশ্য বের হয়ে যায়। অনেক খোঁজাখোজি করে মেয়ের কোন হদিস মেলেনি। অবশেষে মোঃ দুলাল মিয়া মোঃ ফাউজুল ইসলাম (২০), পিতা আফতাব উদ্দীন, মোঃ রেজাউল ইসলাম (২৬)পিতা মোঃ মতিয়ার রহমান, মোঃ হবিবর রহমান (৪৮), পিতা মোফাজ্জল প্রামানিক, মোঃ সাগর (১৯) পিতা মোঃ আশরাফুল ইসলাম সর্ব সাং-উত্তরা দয়ারবাজার, পার্বতীপুর, দিনাজপুর। তারা মোঃ দুলাল মিয়ার মেয়ে মোছাঃ মরিয়ম বানু (১৫) কে অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। মোঃ ফাউজুল ইসলাম অভিযোগ করে বলেন, তার মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেন। স্থানীয় লোকজনের সহযোগীতায় গত ০৯/১১/২০২২ ইং তারিখে সন্ধ্য সাড়ে ৭টায় মোঃ ফাউজুল ইসলাম এর বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করেন এবং চিকিৎসার করেন। এই ঘটনায় ৪ জনকে আসামী করে মোছাঃ মরিয়ম বানুর পিতা দুলাল মিয়া পাবর্তীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের এর পর পাবর্তীপুর মডেল থানা ২০০০ সালের নারি শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত ০৩) এর ০৭/৯ (১)/৩০ জিআর নং-২৮৮/২২, পাবর্তীপুর। যাহার মামলা নং-১৪, তারিখ-১৫/১১/২০২২ইং। এই ঘটনায় পাবর্তীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসনাত এর সাথে মোবাইল ০১৩২০১৩৬৪৬৯ এ কথা বললে তিনি জানান, মামলা হয়েছে। এদিকে মামলার বাদি মোঃ দুলাল মিয়া অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহলের ইন্দনে মামলার আসামীদেরকে পুলিশ গ্রেফতার করছেনা। মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা বিভিন্ন প্রকার হুমকি প্রদান করছেন। এই ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার কাছে দুলাল মিয়া ন্যায় বিচারের দাবী করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments