কৃষি
বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক এবং পাটচাষী প্রশিক্ষণের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর ইসলাম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হক, দিনাজপুর বিএডিসি উপ-পরিচালক আব্দুর রহমান, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা কৃষি আবু রেজা মো. আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র। উক্ত কর্মশালায় অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের পাট ও পাটবীজ চাষের প্রশিক্ষণ প্রদান শেষে পাটচাষীদের মাঝে পাটজাত ব্যাগ, ১২ কেজি সার, ১ কেজি বীজ ও ৫০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
Comments