বিশ্বযোগ

মেসির ছবিযুক্ত ব্যাংক নোট ছাপাবে আর্জেন্টিনা

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই আনন্দে দেশটির ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছে মেসির ছবি। খবর ডেইলি মেইলের।
খবরে বলা হয়েছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মুখচ্ছবি ১০০০ মূল্যমানের পেসো ব্যাংক নোটে রাখার কথা চিন্তা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
দ্য সানের বরাতে এতে আরও বলা হয়েছে, ৩৬ বছর পর ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০০০ মূল্যমানের পেসোর নোটে মেসির ছবি রাখার পরিকল্পনা করছেন দক্ষিণ আমেরিকার এই দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা।
আলোচিত ১০০০ পেসো নোটের মুদ্রিতব্য খসড়া ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে। ভক্তরাও এটিকে দ্রুতই সার্কুলেশনে দেখতে আগ্রহী। সম্ভাব্য ওই ১০০০ পেসোর নোটের এক পাশে মেসির ছবি থাকবে। সঙ্গে থাকবে মেসির স্বাক্ষর ও মেসির নাম। অন্য পাশে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দলের উল্লাসের ছবিও থাকতে পারে।
সূত্র : ডেইলি মেইল

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments