September 20, 2024
সারাদেশ

পীরগঞ্জে আলতাব নগর জামে মসজিদ উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আলতাব নগর জামে মসজিদ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। এনআরবি ব্যাংক এন্ড আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি মোহাম্মাদ মাহতাবুর রহমান প্রধান অতিথি হিসেবে মসজিদটি উদ্বোধন করেন। এর আগে এক আলোচনা সভায় আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন, দ্বিতীয় আলোচক শাইখ মোস্তফা আল আমিন আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সিআইপি গোলাম কবির, সিআইপি ইয়াছিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবার রহমান, এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, প্রকৌশলী আহসান হাবীব মিল্টন, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাংগাঠনিক সম্পাদক মাসুদ মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ। শুক্রবার ওই মসজিদে প্রায় ৫ হাজার নারী-পুরুষ জুম্মার নামাজ আদায় করেছেন।
দুবাই প্রবাসী আলতাব হোসেন দুবাইতে ব্যবসায়ী। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা গ্রামের বাসিন্দা। তিনি তার জন্মভুমি চতরায় ৫ একর জমি ক্রয় করে 'আলতাব নগর জামে মসজিদ, কবরস্থান ও এতিমখানা নির্মাণ শুরু করেন। আলতাব হোসেন নিজস্ব তহবিলের প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আলতাব নগর মসজিদ নির্মান করেন। দ্বিতল মসজিদটিতে নীচতলায় ১ হাজার পুরুষ এবং দ্বিতীয় তলায় ১ হাজার মহিলা মুসল্লী নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে। এছাড়াও মসজিদের বাইরের মাঠে একসাথে সাড়ে তিন হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। আলতাব হোসেন বলেন, পরকালীন জীবনে কামিয়াবি এবং মহান আল্লাহর রাজিখুশীর জন্য আমি ধর্মীয় সেবা করছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments