সারাদেশ

গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ কনকনে হিমেল হাওয়ায় উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষরা। কমছে তাপমাত্রা। শীত থেকে বাঁচতে শহরের ফুটপাতসহ গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ভিড়।বৃহস্পতিবার বিকেল থেকে গাইবান্ধায় তাপমাত্রা কমতে থাকে। শনিবার তাপমাত্রা নেমে দাড়ায় ১৪ ডিগ্রি পর্যন্ত। এতে করে জেলা শহরের পি.কে বিশ্বাস রোডের ছোটবড় বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে বাড়ছে শীতের কাপড় কেনার ভিড়। বিভিন্ন বয়সী মানুষ শীতের শাল-চাদর, জ্যাকেট, সোয়েটার, মাফলার, মাঙ্কি টুপি থেকে শুরু করে শীত থেকে বাঁচতে যার যার সাধ্যমতো গরম কাপড় কিনতে ব্যস্ত হয়ে উঠেন। কনকনে শীতের কবল থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন শহরের ফুটপাতে পুরাতন কাপড়ের দোকানগুলোতে।এদিকে গরম পোশাক বিক্রি করতে হিমশিম খাচ্ছেন দোকান মালিক থেকে শুরু করে কর্মচারীরা। শীতের সুযোগে বিক্রেতারা বেশি দামে কাপড় বিক্রি করছেন। বেশি দামে কাপড় কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারাও।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments