সারাদেশ

বহু অপকর্মের মূল হোতা নুরুদ্দিন অবশেষে র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদকঃ   রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকার বাসিন্দা ও বিভিন্ন অপরাধ অপকর্মের মূল হোতা নুর নবী ওরফে নুরুদ্দিনকে আটক করেছে র‍্যাব- ১এর সদস্যরা । শুক্রবার (৩০ শে ডিসেম্বর)  দিনগত রাতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তুরাগের রাজাবাড়ি এলাকা থেকে তাকে আটক করেন বলে জানান এলাকাবাসী । খোঁজ নিয়ে জানা যায়, রাজাবাড়ি এলাকার শুক্কুর আলীর ছেলে নুর নবী ওরফে নুরুদ্দিন দীর্ঘদিন ধরে চুরি- ছিনতাই, ডাকাতি, ভূমি জালিয়াতি, খুন-খারাবীসহ বিভিন্ন রকম অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত । তার নেতৃত্বেই এলাকায় গড়ে উঠেছে একটি বড় ধরনের অপরাধী চক্র । এরা এতই ভয়ানক যে, এদের ভয়ে কেউ মুখ খুলে কিছু বলার সাহস পেতনা। বছর দুয়েক আগে সাহস করে  তাদের এহেন কর্মকাণ্ডের কিছুটা প্রতিবাদ করেছিল একই এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ শাহজালাল মিয়া । আর এই প্রতিবাদ করাতেই তাকে হতে হয়েছে কয়েকটি মিথ্যা মামলার আসামী । এমনকি জেলেও যেতে হয়েছে তাকে । আর তাকে জেলে পাঠিয়ে রাতারাতি তার ১৮ শতাংশ জমি দখল নেওয়ার পায়তারা চালায়  নুর নবী ওরফে নুরুদ্দিনসহ তার বাহিনী । উক্ত ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় একাধিকবার সংবাদ প্রকাশ হলে, বিষয়টি নজরে আসে আইন শৃঙ্খলা বাহিনীর । এদিকে গত ১০/০৬/২০২২ইং তারিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছে মর্মে  টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয় । পরে নিহত ওই গৃহবধূর মেডিক্যাল রিপোর্ট ও অপমৃত্যু মামলার তদন্তে বেরিয়ে আসে ওই গৃহবধূ আত্মহত্যা করেননি তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল । আর এই হত্যার সাথে জড়িত ওই গৃহবধূর  স্বামী ১/ রাসেল (২৮), ২/  মনোয়ারা (৩০), ৩/  মোজাম্মেল (৩২), ৪/  নুর নবী ওরফে নুরুদ্দিন (৩৮)  । পরে উক্ত বিষয় নিহত গৃহবধূর মা ফরিদা খাতুন বাদি হয়ে ২১/১২/২০২২ইং তারিখে  টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৯/২৬৩ । বর্তমানে নুর নবী ওরফে নুরুদ্দিনকে ওই হত্যা মামলায় র‍্যাব গ্রেপ্তার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments