খেলা

ইতিহাস গড়ে দেশের পথে সাকিব

কিছুক্ষণ আগেই দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর অব্যহিত পরেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এ দলেরই সদস্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশ সেরা এ ক্রিকেটার জোহানেসবার্গ সময় রাত ৯টা ৩০ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।  
এদিকে কয়েকদিন আগে সাকিবের পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এ কারণে গত সোমবার সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তৃতীয় ওয়ানডে খেলেই দেশের ফেরার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী, বুধবার সিরিজ জয় নিশ্চিত করেই দেশে ফিরছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই। বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
এর আগে, প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারে টাইগাররা। তবে তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করল দলপতি তামিম ইকবালের বাহিনী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments