রাজনীতি
পার্বতীপুর উপজেলায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিস্টা বার্ষিকী পালিত ॥

পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জোনাকী হোটেলে উপজেলা জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর উপজেলার জোনাকী হোটেলে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ সোলায়মান সামি, বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য আলহাজ্জ জহুরুল হক, বিশেষ অতিথি পার্বতীর উপজেলা জাতীয় পার্টির ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সভাপত্বি করেন পার্বতীপুর উপজেলা সিনিয়র সহ সভাপতি মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির, ৫ নং চন্ডিপুর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, ৮ নং ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, ১০ হরিরামপুর ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা, আজমল হোসেন, মমিনুল ইসলাম টিপু, প্রভাশ চন্দ্র,মকবুল হোসেন, সিরাজুল ইসলাম, মুন্না, মতিউর রহমান প্রমুখ। এ সময় জাতীয় পার্টির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ এদেশের শ্রেষ্ঠ সংস্কারক এবং উন্নয়নের পিতা। এরশাদের আমলে সুশাসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ছিল। সন্ত্রাস, কাঁটাকাটি, হানাহানি ছিল না। আগামী দিনে জিএম কাদের এর হাতকে শক্তিশালী করতে পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির ঐক্য বদ্ধ হয়েছে।
Comments