সারাদেশ

আটোয়ারীতে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ পালিত হয়েছে

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ২০২৩ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। রবিবার ( ১ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পাঠ্যপুস্তক দিবস উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে এবং জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। পৃথক পৃথকভবে স্বাগত বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিগণ বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরমিন পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments