আইন-আদালত

আটোয়ারীতে রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীর অর্থদন্ড

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রায় ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, রবিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য অফিসার সহ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। এতে ১৫ কেজি পিরানহা মাছ জব্দ সহ উপজেলার ছোটদাপ গ্রামের বশির উদ্দীনের পুত্র মৎস্য ব্যবসায়ী মোঃ কাজল ইসলাম(২৪)কে ২০০০/- অর্থদন্ড করা হয়। জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্য জনসম্মুখে মাটিতে গর্ত খনন করে পুতে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments