September 08, 2024
সারাদেশ

রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
বুধবার (৪ঠা জানুয়ারী) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা হইতে তারাবো হিজল গাছ পর্যন্ত ১কিলোমিটারের ব্যাপী প্রায় ৬,শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১" ও ২" প্রায় ৪,শ ফুট নিম্নমানের পাইপ জব্দ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন,
সোনারগাঁও শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম মিয়া, আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ।

এসময় উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরচক্র। এই অবৈধ সংযোগের ফলে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। আজ গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে এ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments