সারাদেশ

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মৃত প্রভাষ চন্দ্র দাসের মহাপ্রভু ভোগ অনুষ্ঠিত ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর মহারাজা উচ্চ বিদ্যালয়ে ১৯৭২ইং সালে ৬ই জানুয়ারিতে মাইন বিস্ফোরণে বীরমুক্তিযোদ্ধা প্রভাষ চন্দ্র দাসের মৃত্যুতে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী গ্রামে তার ছোট ভাই মনোরঞ্জন দাস এর বাড়িতে ৫০ বছর পর গতকাল শুক্রবার দুপুর ১টায় মহাপ্রভু ভোগ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত কালিপদ রায় এর পুত্র প্রভাষ চন্দ্র দাস স্বাধীনতার যুদ্ধের সময় ৭নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। যুদ্ধ শেষ করে দিনাজপুরের মহারাজা উচ্চ বিদ্যালয়ে অস্ত্র জমা দিয়ে দায়িত্বে ছিলেন। হঠাৎ ১৯৭২ সালের ৬ই জানুয়ারিতে মাইন বিস্ফোরণে বীরমুক্তিযোদ্ধা প্রভাষ চন্দ্র দাস মৃত্যুবরণ করেন। ৫০ বছর পর তার ছোট ভাই মনোরঞ্জন দাস ভাইয়ের মৃত্যুতে নিজ বাড়িতে মহাপ্রভু ভোগ অনুষ্ঠান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জনাব আলী শাহ্, বীরমুক্তিযোদ্ধা মৃত ইয়াকুব আলীর পুত্র মোঃ ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা প্রভাষ চন্দ্র দাসের পরিবারবর্গ, হিন্দু সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মহাপ্রভু ভোগ অনুষ্ঠান শেষে কীর্তন অনুষ্ঠিত হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments