সারাদেশ
মধ্যপাড়ায় পূর্বের শত্রুতার জেরে ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনতাই

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী রংপুর হাইওয়ে রোডের আবাসিক গেটের সামনে পূর্বের শত্রুতার জের ধরে ব্যবসায়ী মোঃ বাবুল মন্ডলকে বেধম মারপিট করে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পার্বতীপুর উপজেলার পলিপাড়া গ্রামের মোঃ বাবুল মন্ডল এর পুত্র মোঃ জুলফিকার আলী (৪০) এর গত ০৬/০১/২০২৩ ইং তারিখে পার্বতীপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে মোঃ জেহাদুল ইসলাম (৩৮) পিতা মৃত আবু তাহের, মোঃ সাদেকুল ইসলাম (৩৬), মোঃ জলিল (৪৫) উভয়ের পিতা মৃত ফজলে রহমান, মোঃ রিয়াজ আলী (১৮) পিতা মোঃ জলিল, মোঃ মোশারফ হোসেন (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৪২), উভয়ের পিতা মৃত আবু তাহের সর্ব সাং-পলিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। গত ০৫/০১/২০২৩ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় ছিন্তাই ও হত্যার উদ্দ্যেশে তারা দলবন্ধ হয়ে হাসুয়া লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রে সজিত হয়ে জুলফিকার আলীর পিতা মোঃ বাবুল মন্ডল তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানে রাখা ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় ফুলবাড়ী টু রংপুর হাইওয়ে রোডের আবাসিক গেটের সামনে হঠাৎ তারা দলবদ্ধ ভাবে আক্রমন করে এবং মারপিট করে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিন্তাই করে নিয়ে যায়। আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকের সহযোগীতায় জুলফিকার আলীর পিতা মোঃ বাবুল মন্ডল কে অটো চালক পাবেল শাহ্ এর মাধ্যমে খবর পেয়ে বাবুল মন্ডলকে রক্তাক্ত অবস্থায় ঐ দিন রাতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিপক্ষরা ঐ দিনে বাড়ীতে গিয়ে রাত্রীতে ইট পাটকেল নিক্ষোপ করে এবং বাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনকে মারপিট করার চেষ্টা করে। এই ঘটনায় মোঃ বাবুল মন্ডল এর পুত্র মোঃ জুলফিকার আলী ০৬ জন কে আসামী করে পার্বতীপুর মডেল থানায় গত ০৬/০১/২০২৩ইংতারিখে একটি ইজাহার দায়ের করেন।
Comments