সারাদেশ

পার্বতীপুরে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
এমপি’র ব্যক্তিগত রাজনৈতিক সুনাম নষ্ট করে এবং তাকে হেয় করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিক সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ। আজ (২৩ মার্চ) সকাল ১১টায় শহরের নতুন বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। সংবাদ সম্মেলনে বলা হয় মুক্তিযোদ্ধা এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র বিরুদ্ধে দিনাজপুরে দূরভিসন্ধীমূলক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্দেশ্য প্রনোদিত ভ্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করে চরম বিভ্রন্তি সৃষ্টি করা হয়েছে। এই মহল বিশেষ প্রতি নির্বাচনের পূর্বেই এরুপ বিভ্রন্তি ছড়ানোর প্রয়াস পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments