সারাদেশ

পীরগঞ্জ হরিন শিং বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাক সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে হরিন শিং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ রবিবার ( ৮ জানুয়ারী) দুপুর ১২টায় স্কুল চত্ত্বরে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক নাজমা আকতারের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম মানু, সাধারন সম্পাদক আবু আযাদ বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কাঞ্চনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান রাজু প্রমুখ।  
বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাবহারে সুফল ও কুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার বিষয়ে বলেন বক্তরা। পরিশেষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাবহারে সরকারি নিষেধাজ্ঞা পালনে ভুমিকা রাখার আহবান জানান তারা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments