September 08, 2024
সারাদেশ

তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ বাণিজ্য বন্ধ হলেও নিয়োগ সম্পন্ন করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ॥

ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগ বানিজ্য বন্ধ হলেও নিয়োগ সম্পন্ন করতে আন্দোলন পরিচালনা কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটের শ্রমিক অধিকার আন্দোলন কমিটি শ্রমে ও ঘামে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘদিন উন্নয়ন কাজে নিয়োজীত থাকায় দক্ষ ও যোগ্য ও অভিজ্ঞ হয়ে উঠেছে। স্বাভাবিক কারনেই উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর উৎপাদন কাজেই নিয়োগ পাওয়ার অধিকার তাদেরই। নানা রকম সহায়তায় শ্রমিকেরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে নিয়ম তান্ত্রিকভাবে শান্তির্পূন আন্দোলন করেছে। তারা ১২/০৯/২০১৯ইং সালে দিনাজপুর জেলা প্রশাসক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আহব্বায়ক করে একটি তদন্ত টিমও গঠন করেন। সেই তদন্ত কমিটি প্রতিবেদনের প্রেক্ষিতে ঐক্য মতের ভিত্তিতে ০৩/০৫/২০১৮ইং তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছিল তাপ বিদ্যুতের উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা এবং স্থানীয় দক্ষ যোগ্য ও অভিজ্ঞ শ্রমিকদের কে বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তাদেরকে কর্মহীন বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন। ১৪৩জন শ্রমিক পর্যায় ক্রমে ধাপে ধাপে নিয়োগ প্রদান করার কথা ছিল, কিন্তু নাম মাত্র কয়েকজন শ্রমিক নিয়োগ প্রদানের পর কোন প্রকার কারণ ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ স্থগিত করে রেখেছেন। এদিকে দীর্ঘদিন কর্ম না থাকায় সংগঠনের সকল শ্রমিকদের পারিবারিক অবস্থা খুবই শোচনীয় অবস্থায় জীবন যাপন করছে। ছেলে মেয়েদের ঠিকমত লেখাপড়া করাতে পারছেনা বেকার দক্ষশ্রমিকরা। ১১/১১/২০২২ইং সালে শ্রমিকদের নিয়োগ প্রদানের বিষয়ে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত ও স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) তাদের নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করেন। তাদের এই করুন অবস্থায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ ও জ্বালনী প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয় বোর্ড এর চেয়ারম্যান আসু হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments