September 20, 2024
সারাদেশ

বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে পাকেরহাটে ৩শত শিক্ষার্থীর সচেতনতামূলক সাইকেল র‌্যালী

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩০০ শিক্ষার্থীর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় ভূমিহীন সমিতি ও বেসরকারি সংস্থা নিজেরা করি এর আয়োজনে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করার পর বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শপথ গ্রহণের পর বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে অত্র উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় হতে পাকেরহাট শাপলা চত্বর দিয়ে খানসামা উপজেলা প্রেসক্লাবের সামনে বিরতি দিয়ে জমিরউদ্দীন শাহ্ বালিকা স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আকবর আলী শাহ্ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে বাল্যবিবাহ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য শেষে পাকেরহাট বাইপাস সড়ক দিয়ে পুনরায় নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বাল্য বিয়ে ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূল বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান সরকার, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জমিরউদ্দীন শাহ্ বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুন শাহ্ ও সহকারী অধ্যাপক জিতেন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, নিজেরা করি উপজেলা সমন্বয়ক কল্যাণী রায়, বিকাশ এনজিএর পরিচালক নুরল হক, ভূমিহীন সংগঠনের জয়ন্তী রাণী রায়, মাহাবুবার রহমান, বিমল চন্দ্র রায়, রুমি বেগম প্রমুখ।

র‌্যালী শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি নারীবান্ধব গান পরিবেশিন করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments