রাজনীতি
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে বিরামপুর বার্তার উদ্যোগে ফুলেল সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সাপ্তাহিক বিরামপুর বার্তা কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংবর্ধনা অনুষ্ঠানে সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, আওয়ামীলীগ সাবেক পৌর সভাপতি রুহুল আমীন সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মানিক দোলন প্রমূখ। পরে উপজেলার রতনপুর এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় ৫ উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Comments