রাজনীতি
পীরগঞ্জে ৮ বছর পর ছাত্রলীগের কমিটি

বৃহস্পতিবার বিকেলে নবগঠিত ওই কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছে। ২০১৪ সালে রংপুর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পর বিভিন্ন কারনে আর কমিটি গঠন করা সম্ভব হয়নি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পেজ থেকে জানা যায়, শাহ্ মোঃ আল মামুন কাওসার রতনকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ওই কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি ৮ জন, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন । পাশাপাশি পীরগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটিও অনুমোদন দেয়। পৌর ছাত্রলীগে মাহমুদুল হক সাগরকে সভাপতি এবং সাহেদ প্রধানকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। দলীয় বিধানে রয়েছে, উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দিবে জেলা ছাত্রলীগ। যদি জেলা ছাত্রলীগ না থাকে তবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটি গঠন করে বা গঠিত কমিটি অনুমোদন দিবে। সেই বিধান মোতাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পীরগঞ্জের ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তারা উপজেলার ফতেহপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে কবর জিয়ারত করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা সালমান সিরাজ রিজুসহ অনেকেই উপস্থিত ছিলেন। নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ মোঃ আল মামুন কাওসার রতন বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমি এই কমিটির নেতৃবৃন্দ কে সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে পুর্নাঙ্গ কমিটি গঠন করবো। এব্যাপরে পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর জানান, দীর্ঘদিন পর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা পরিচয় পেল। ঝিমিয়ে পড়া ছাত্রলীগকে মজবুত ও চাঙ্গা করতে এখন দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই।
Comments