সাহিত্য
সংগীতে সুর ছড়াচ্ছেন বদরগঞ্জের আলোকিত মুখ রতন কুমার মহন্ত

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুরর) প্রতিনিধিঃ
গানের ভুবনে সুরের ভবনে আলো ছড়াচ্ছেন, নিজেকে আলোকিত করছেন, সংগীত যেন তার ধ্যান, সংগীত যেন তার ভাবনা। তিনি আরে কেউ নন, তিনি হলেন তরুণ প্রতিভাবাননু সংগীত অনুরাগী বদরগঞ্জের রতন কুমার মহন্ত (সত্যজিৎ)। ছোট বেলা থেকেই সংগীত চর্চা শুরু করেন তিনি। ভর্তি হন দিনাজপুর সংগীত মহাবিদ্যালয়ে। সেখান থেকে ¯œাতক ডিগ্রী অর্জন করে ঢাকা সরকারি সংগীত কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। দিনাজপুর সংস্কৃত কলেজ থেকে অদ্যমন্ধ্য (কাব্যতীর্থ) অর্জন করে মন্দির ভিত্তীক পাঠদানে অবদান রেখে যাচ্ছেন তিনি। জাতীয় রবীন্দ্র পরিষদের স্থায়ী সদস্য তিনি। ২০১৪ সালে চ্যানেল আই এ হাজার কন্ঠে বাঙ্গালী বর্ষবরণ আয়োজনে অংশ নিয়েছেন। এছাড়াও বদরগঞ্জ শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক ও কিশোরর-কিশোরী প্রকল্পের সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন পাশাপাশি পার্বতীপুর বি.এড কলেজ, বদরগঞ্জ কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগীতের উপর পাঠদান করাচ্ছেন। বর্তমানে তিনি নিজস্ব পরিচালনায় বদররগঞ্জ সংগীত একাডেমীর ও মিউজিক ভিডিও চালু করেছেন। বদরগঞ্জে একটি আধুনিক মানের সংগীত বিদ্যালয় গড়ে তোলার প্রয়াস ব্যক্ত করেন তিনি। বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে বেড়ে ওঠেন এই প্রতিভাবান তরুন।
Comments