খেলা
পীরগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে “ শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩” রংপুরের পীরগঞ্জে উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় উদ্বোধন ঘোষনা করেন। অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ¦ নুর মোহাম্মদ মন্ডল, শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদের্শমুলক বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতা সুষ্ঠ, সুশৃঙ্খলভাবে সম্পন্ করার পরামর্শ দেন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ওয়াহেদ রীনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদেকুল বারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-জনপ্রতিনিধি-সাংবাদিক ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত ক্রীড়ানুরাগীরা। জানা যায়, উপজেলা পর্যায়ে ৪ টি ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।
Comments