সারাদেশ

বীরগঞ্জে কওমি মাদরাসায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর আশরাফুল উলুম কাওমি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। । বুধবার সন্ধ্যায় মাগরিবের আজানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকান্ডে ভষ্মিভূত মাদ্রাসার প্রায় ৫০মন ধান, ১০ মনচাল, ১টিমোটরসাইকেল, ২টিরেফ্রিজারেটর, ২টি বাইসাইকেল, ৫টি আলমারি সহ আবাসিক ছাত্রদের লেপ, তোষক, জামাকাপড় সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে কমপক্ষে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রতিষ্ঠান কতৃপক্ষ জানান। বুধবার বিকেলে সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা সহ শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, এই প্রতিষ্ঠানটি ১৯৭৬ সালে স্থাপিত হওয়ার পর থেকে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অগ্নিকান্ডের আগুনের লেলিহান শিখার শিকার হয়ে মুহুরতের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় মাদ্রাসার ৬ টি ঘরে থাকা যাবতীয় মালামাল।  
উপজেলা সদরের শেষ সীমান্ত এলাকায় কাঁচা- পাকা মিলে প্রায় ৩০ কিলোমিটার দুরে অবস্থানের কারনে শিবরামপুরের আরাজি মিলনপুরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌঁছাতে দেরি হওয়ায় অগ্নিকান্ডের ঘটনায় মাদ্রাসাটিকে এই ব্যাপক ক্ষতিসাধনের হাত থেকে রক্ষা করা সম্ভবপর হয়নি। অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, উপজেলা প্রকল্প বাস্তবায়নের সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান এবং ক্ষতিগ্রস্ত ছাত্রদের মাঝে কম্বল, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments