সারাদেশ

বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টলের অনুমোদন না দেওয়া সরকারের ভিন্নমত দমননীতির বহিঃপ্রকাশ

আসন্ন বইমেলায় বাংলা একাডেমি কর্তৃক আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ বাতিলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, মাতৃভাষায় মত প্রকাশের জন্য রক্তদানের ঐতিহাসিক প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল, সেই প্রতিষ্ঠান আজ মত প্রকাশের স্বাধীনতার টুঁটি চেপে ধরছে। শুধুমাত্র সরকারদলীয় মত থেকে ভিন্নমত প্রকাশিত হয়েছে এমন ৩টি বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনীর স্টল বাতিল করা হয়েছে। এর আগেও বহুবার বাংলা একাডেমি ভিন্নমত প্রকাশের প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার নানা অপচেষ্টা চালিয়েছে। ২০১৬ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক সংবাদ সম্মেলন করে বলেছিলেন কথিত ‘উস্কানীমূলক’ বই বইমেলায় বিক্রয় হোক এটা তারা চান না।নেতৃবৃন্দ বলেন, এই ন্যাক্কারজনক সিদ্ধান্ত থেকে অনুধাবন করা যায় যে সরকারের পক্ষ থেকে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার যতই বুলি আওড়ানো হোক, স্বাধীন মত প্রকাশের উপর বাংলাদেশে আইনী ও আইনবহীর্ভূত চাপ কতটা প্রকট। একদিকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক আইন তৈরি করে আইনী প্রক্রিয়ায় জনমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হচ্ছে, অপরদিকে ভয়ভীতি দেখিয়ে, বই ও প্রকাশনা প্রকাশ ও বিক্রয়ে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি করে সাংবাদিক, লেখক, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সকলের মত প্রকাশের অধিকারের কবর রচনা করা হচ্ছে।নেতৃবৃন্দ বাংলা একাডেমিকে অবিলম্বে আদর্শ প্রকাশনীর স্টল করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনসহ ভিন্ন মত প্রকাশের অধিকার সঙ্কুচিত করে এমন সকল আইন বাতিলের দাবিতে ও আইনবহীর্ভূত প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে সকল সচেতন গণতান্ত্রিক মহলকে সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments