February 26, 2024
জাতীয়

স্পীকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকাঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৩ নিয়ে আলোচনা করেন।
নির্বাচন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে স্পীকার সিইসি-কে ধন্যবাদ জানান। এসময় সিইসি জানান, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। সে অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এসময়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, নির্বাচন কমিশনের সচিব ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments