কৃষি

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে খানসামায় প্রকল্প পরিচালক

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন ঢাকা খামারবাড়ির কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান।বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে তিনি রপ্তানিযোগ্য সানসাইন জাতের গোল আলু প্রদর্শনী ও রপ্তানিযোগ্য মুরাসাকি জাতের মিষ্টি আলু প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে পরামর্শ দেন।

এর আগে তাঁকে স্বাগত জানান উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

উল্লেখ্য, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশে আলু, মিষ্টি আলু, কচু, গাছ আলু, কাসাবা, ওলকচুসহ ইত্যাদি কন্দাল ফসল চাষে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় কন্দাল ফসলের আবাদ সম্প্রসারণ, বানিজ্যিক ও রপ্তানির উদ্দেশ্যে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments