রাজনীতি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে খানসামায় ছাত্রলীগের মতবিনিময় সভা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় সাংসদের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বাসায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার, আবু হেনা, মাহবুব সুমন, জারিফ খান জিওনসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী তাঁর বক্তব্যে বলেন, আগামী নেতৃত্বের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির সাথে ভালো ছাত্র হিসেবে প্রস্তুতি নিতে হবে। এছাড়া তিনি তাঁর বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙা জবাব দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সর্তক ও সজাগ থাকার আহ্বান জানান

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments