February 26, 2024
সারাদেশ

ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন অনুষ্ঠিত॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন অনুষ্ঠিত। সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন এ সভাপতিত্ব করেন ও ভূমি ই-নাম জারী বিষয়ে আলোচানা করে ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। ক্যাম্পেইন অনুষ্ঠানে ভূমি ই-নাম জারী বিষয়ে তথ্য তুলের ধরে আলোচনা করেন উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুম্মান আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় জন সাধারণ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাস্তবায়নে ছিলেন, আইন শৃঙ্খলা সম্পর্কিত উপজেলা কমিটি ফুলবাড়ী, তদারককারী দপ্তর, উপজেলা ভূমি অফিস, আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ, অর্থায়নে ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাপান)।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments