September 20, 2024
সারাদেশ

শীতার্তদের পাশে কনসার্ট ফর উষ্ণতা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্ত অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে কনসার্ট ফর উষ্ণতা।উল্লেখ্য, কনসার্ট ফর উষ্ণতা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অমৃতসূর্যের আয়োজনে শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রমের জন্য একটি উদ্যোগ।

সোমবার (৩০ জানুয়ারি) পাকেরহাট জমির উদ্দীন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ডাকসুর সাবেক সদস্য ও খানসামা উপজেলার সন্তান রকিবুল ইসলাম ঐতিহ্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ নুরজামাল, ঢাবি অমৃতসূর্যের আহ্বায়ক মারুফ শাহরিয়া তালহা, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস.এম.রকিসহ অনেকে।

দশম শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আহ্বায়ক রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, ‘শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ঘরে ঘরে কম্বল বিতরণ করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে সচেতনতা তৈরি করা। যার মাধ্যমে শ্রেণী বৈষম্য থেকে শুরু করে সকল ধরনের বৈষম্য দূর করতে পারি এটাই আমাদের লক্ষ্য।’ এই আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এবার আমরা উত্তরবঙ্গের ৩ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছি। এই প্রচেষ্টা সেদিনই সমাপ্তি ঘটবে যেদিন মানুষ একে অপরের সহায়তায় এগিয়ে আসবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments