স্বাস্থ্যসেবা

আটোয়ারীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে “ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” বুধবার (০১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এবং কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্র্মকর্তা সবুজ রায়ের সঞ্চালনায় কর্মশালার বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় -০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মুল আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী পরিচালক (এমসিএইচ) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ঢাকা, ডা. আ.ন.ম মোস্তফা কামাল মজুমদার। আরো বক্তব্য রাখেন , পরিবার পরিকল্পনা দপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক বিপ্লব বড়–য়া, সহকারী উপ-পরিচালক ডা.অধীন্দ্র নাথ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ, পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments