নারী/ জয়া

পীরগঞ্জ উপজেলায় প্রথম নারী আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন

 পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে প্রথম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন খাদিজা খাতুন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন পদোন্নতি পেয়ে প্রথমবারের মতো পীরগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহন করেন ১ জানুয়ারী ২০২২।
১৯৯১ সালে স্নাতক পাশ করার আগেই বিরামপুরে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সার্কেল অ্যাডজুটেন্ট পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহন করেন পীরগঞ্জ উপজেলায়। তার গ্রামের বাড়ী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার নিমতলী। ৩২ বছর চাকুরী জীবনে অনেক চড়াই উৎরাই পার করে এসছেন অদম্য লড়াকু এই নারী কর্মকর্তা। ১৬ বছর আগে স্বামীকে অকালে হারিয়ে ছেলে মেয়েদের পড়াশুনা শেষ পর্যায়ে। ছেলে কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকুরী খুঁজছে, মেয়ে স্নাককোত্তর পড়ছে ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এলাকার বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযানে সহায়তাসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার সার্বিক কার্যক্রমে সঠিক ভাবে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের আহ্বান জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments