December 03, 2023
খেলা

সাকিবের বরিশালের জয়ে বিদায় তামিমের খুলনার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় শেষ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। শেষ চার নিশ্চিত হয়ে যাওয়া সাকিবের দলের সামনে এই ম্যাচ ছিল সেরা দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখার লড়াই।
অন্যদিকে বরিশালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। তামিম ইকবাল, ইয়াসির রাব্বি, শেই হোপদের সামনে বরিশালের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না। হারলেই প্রথম দল হিসেবে বাদ পড়তে হবে, এমনটা জেনেই মাঠে নেমেছিল খুলনার ক্রিকেটাররা।
জানলেও অবশ্য নিজেদের দুর্ভাগ্য বদলাতে পারেনি তামিম ইকবাল-ইয়াসির রাব্বিরা। বরং বাঁচা-মরার লড়াইয়ে ৩৭ রানের ব্যবধানে হেরে প্রথম দল হিসেবে বিপিএল থেকে ছিটকে গিয়েছে খুলনা। ১০ ম্যাচ শেষে দলটি সংগ্রহ করতে পেরেছে মোটে ৪ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলেও আর ওঠার সম্ভাবনা নেই খুলনার।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তোলে ফরচুন বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮ উইকেট হারালেও ১৫৭ রানের বেশি তুলতে পারেনি খুলনা।
এবারের মৌসুমে ব্যাট হাতে বরিশালের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে দুরন্ত গতিতে রান তুলছে। এই ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। উইকেট গেলেও নিজেদের আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে বিন্দুমাত্র ছাড় দেয়নি বরিশালের ব্যাটসম্যানরা।
বরিশালের পক্ষে এদিন সর্বোচ্চ ৫১ রান আসে ফর্মে থাকা ইফতিখারের ব্যাট থেকে। ৩টি করে চার-ছয়ে এই রানে অপরাজিত থাকেন এই পাকিস্তানি। এ ছাড়াও ফজলে মাহমুদ রাব্বি ৩৯ এবং অধিনায়ক সাকিব করেন ৩৬ রান।
খুলনার পক্ষে ৪৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পল ফন মিকেরেন। ১টি করে উইকেট নেন নাহিদুল এবং হাসান মুরাদ।
লক্ষ্য তারা করতে নেমে ইয়াসির রাব্বি এবং অধিনায়ক শেই হোপ ছাড়া আর কেউই ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি। খুলনার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ইয়াসির। শেই হোপের ব্যাট থেকে আসে ৩৭ রান। নাহিদুল করেন ২৪ রান।
বরিশালের পক্ষে করিম জানাত মাত্র ২৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। খালেদ আহমেদ ২টি এবং ওয়াশিম-সাকিব নেনে ১টি করে উইকেট।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments