November 28, 2023
জাতীয়

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে 'শীত উৎসব' অনুষ্ঠিত

ঢাকাঃ আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগ 'শীত উৎসব' অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।  

জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি'র সভাপতিত্বে এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি, ডেপুটি স্পীকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক এমপি, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা এমপি, আসাদুজ্জামান নূর এমপি, মমতাজ বেগম এমপিসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ পরিবেশিত কবিতা ও সঙ্গীত সংসদ সদস্যরা উপভোগ করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments