সারাদেশ

পীরগঞ্জে এফসাকলের আয়োজনে কবি সমাবেশ ও সাহিত্য সভা

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা নীল দরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মানবতা শান্তি মৈত্রী বন্ধুত্ব সম্প্রীতি এই নিয়ে সংস্কৃতি নিয়ে সাপ্তাহিক বজ্রকথা ও এফসাকল সংস্থা কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কবি সমাবেশ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যকঃ মোস্তাফিজুর রহমান, সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় গুণীজন সংবর্ধনা, জাতীয় পতালা উত্তলন ও ভারত, নেপালের জাতীয় সংগীত ও থিম সং সহ নানা আয়োজন কবি সমাবেশ সাহিত্য সভা অনুষ্ঠিত হয় ।
আন্তজার্তিক এসোসিয়াশন ফর সাউথ এশিয়া কালচার এন্ড লেটারেচার (এফসাকল) এর ৩ দিন ব্যাপি সম্মেলনের দ্বিতীয় দিন এপার বাংলা ওপার বাংলার কবিদের সাহিত্য ও সংস্কৃতি কবি সমাবেশ বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, চতরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হক শাহীন, বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান খলিল, সাপ্তাহিক বজ্রকথা প্রকাশক ও সম্পাদক ও এফসাকল এর প্রেসিডেন্ট কবি সুলতান আহম্মেদ সোনা, বড় আলমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, অঞ্জলিকা সাহিত্য পত্রিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ, পীরগঞ্জ পৌর কাউন্সিল সাইফুল আজাদ মন্ডল । চতরা নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান প্রমূখ ।

দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কবি সমাবেশ সাহিত্য সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ শ্রীপুর মাদ্রাসার প্রধান শিক্ষক ও এফসাকলের ভারতের কোডিনেটার হাফিজুর রহমান, মুর্শিদাবাদ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় ওবাইদুর রহমান বিশ্বাস, মুর্শিদাবাদ ব্যবসা জাহিদুল হক, মুর্শিদাবাদ সংগীত শিল্পী সুমাইয়া রহমান, আসাম থেকে কবি লেখিকা পূর্ণিমা দেবী, আসামের ইঞ্জিনিয়ার ও লেখক ললিত লোহার, ছিকিম থেকে নিত্য শিল্পী তিয়াশা দাশ, সিকিম থেকে কবি লুইস ভিসতা, আসাম থেকে কবি জ্ঞান বাহাদুর ছেত্রী, কবি টংকো কোআর, আসাম লেখক ধিরেন বড়া, ধনসিং তেরাং । পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাকির হোসেনের নির্দেশে এস আই ফিরোজ ও এ এস আই শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বেলায়েত সরকার, বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব, সরকারি শাহ আব্দুর কলেজ এর বাংলা প্রভাষক নজরুল ইসলাম তুহিন, ডি এস সি'র এ জে এম সিরাজুল ইসলাম, জাহাঙ্গীরাবাদ দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম রাঙ্গা, পারভীন আক্তার, শিল্পী পরেশ সরকার, বিশিষ্ট ব্যাবসাহী ইমরুল হাসান পাভেল, এফসাকল এর সাংগঠনিক সম্পাদক এম জি ফরহাদ, পীরগঞ্জ উপজেলা শাখার খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন লাকড়া, ক্যামেরা ম্যান মুন্না মিয়া সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments